এতদ্ধারা আপনাকে জানানো যাচ্ছে যে, ঘাটাইল উপজেলার অনেহলার ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের অন্তর্গত ফুলহারা গ্রামটি জামুরিয়া ইউনিয়নের ০৪নং ওয়ার্ডে অন্তর্ভুক্ত হওয়ায় ফুলহারা গ্রামটি ০৫ নং অনেহলা ইউনিয়ন পরিষদ হতে কর্তন কেও ৩নং জামুরিয়া ইউনিয়ন পরিষদেরর অন্তর্ভুক্ত করার বিষয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন),২০০৯ এর ধারা ১৩ মোতাবেক সীমানা নির্ধারণ ওয়ার্ড বিভাজন , জনসংখ্যা,আয়তন,ওস্কেচম্যাপ প্রস্তুত করণের জন্য আগামী ২৮/০৮/২০২৩ খ্রিঃ তারিখে সকাল ১১ ঘটিকায় হাতীবর ফুলহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত তদন্ত কমিটি কর্তৃক সরেজমিনে তদন্ত ও সংশিষ্ট এলাকার জন সাধারণের মতামত গ্রহণ করা হইবে। উক্ত তারিখে সংশিষ্ট এলাকার জন সাধারণকে উপস্থিত থেকে মতামত প্রদান করার জন্য অনুরোধ করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস