বিদ্যলয়টিতে ১টি একতলা দালান ও ১টি টিনের ঘর আছে। অফিস কক্ষ ল্যাপটপ/ বিজ্ঞানের যন্ত্রপাতি সহ আধুনিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান করা হয় । ১টি পাকা সৌচাগার আছে। পাঠাগার এবং মেয়েদের জন্য কমন রুম আশু প্রয়োজন ।
অজ পাড়া গায়ের মানুষের মাঝে শিক্ষার আলোদানের মাধ্যমে সমাজকে শিক্ষিত করার লক্ষে মমরেজ গলগন্ডা গ্রামের এক নিঃসন্তান হিতৈসী রমনী হিরনবালা তার নিজ নামীয় ১.২১ একর ভূমি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করেন। তার দানকৃত জমির উপর ১৯৮৮ইং সালে বিদ্যালয়টি এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়।
বর্তমান পরিচালনা কমিটি ২৫-০৯-২০১২ ইং তারিখে অনুমোদিত এবং ২৪-০৯-২০১৪ ইং তারিখে মেয়াদ উত্তীর্ণ হবে। সদস্য সংখ্যা ১০ জন মহিলা সদস্য ০১ জন । |
২০১৪ইংঃ ৭৩.০৮% , ২০১৩ইংঃ ৫৫.৮৮% , ২০১২ইংঃ ৮১.৫৮% ২০১১ইংঃ ৮৯.২৮% , ২০১০ইংঃ ৭৭.৭৮% |
বর্তমানে ২০১৪ ইং শিক্ষা বর্ষে ছাত্র - ১২ জন, ছাত্রী -৪৭ জন মোট ৫৯ জন উপবৃত্তি পায়।
নাই
বিজ্ঞান বিভাগ খোলার জন্য ইতি মধ্যে কাজ চলছে। এস,এস,সি ও জে.এস,সিতে শত ভাগ পাশের পরিকল্পনা এবং জে.এস.সিতে আরো যাতে সরকারী বৃত্তি পায়, সে অনুযায়ী লেখাপড়ার মান উন্নয়নের চেষ্ঠা করা ।
ব্যান, অটোগাড়ী,
মোঃ শাকিল হোসেন ৮ম জে.এস.সি (A+) প্রাপ্ত রোল- ৯০২৬৬৭ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস